Apan Desh | আপন দেশ

এসবিএসি ব্যাংকের অস্বাভাবিক দরবৃদ্ধি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

এসবিএসি ব্যাংকের অস্বাভাবিক দরবৃদ্ধি 

ফাইল ছবি

এসবিএসি ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি। তবে বিষয়টি জানে না কোম্পানিটি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূ্ত্র বলছে, সম্প্রতি ব্যাংকটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি পায়। অস্বাভাবিক বৃদ্ধি পায় লেনদেনের পরিমাণও। ফলে গত ২৫ ফেব্রুয়ারি ডিএসই কোম্পানিটির কাছে শেয়ার দর ও শেয়ার সংখ্যার লেনদেন বৃদ্ধির বিষয়টি জানতে চায়। জবাবে ব্যাংকটি জানায় এ দর বৃদ্ধির পেছনে তাদের কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৮ টাকা ৬০ পয়সা। গত রোববার (২৫ ফেব্রুয়ারি) শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সায়। মাত্র ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়