Apan Desh | আপন দেশ

লেখক বৃত্তান্ত:

রায়হান উল্লাহ

রায়হান উল্লাহ

সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

আজ ২৬ মার্চ, ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কবি রঙ্গলাল বন্দোপাধ্যায় তার ‘স্বাধীনতা’ কবিতায় সুস্পষ্টভাবে বলেছেন, ‘স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়’। এ ছাড়া কবি শামসুর রাহমান তার ‘স্বাধীনতা তুমি’ কবিতায় বলেছেন, স্বাধীনতা তুমি/রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।/স্বাধীনতা তুমি/কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো/মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-/স্বাধীনতা তুমি/শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা/স্বাধীনতা তুমি/পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
?>