Apan Desh | আপন দেশ

র‌্যাবের গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ১৬ জানুয়ারি ২০২৪

র‌্যাবের গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি

পাবনার চাটমোহরে র‌্যাবের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। নিহত রইছ শেখ (৬২) উপজেলার রতনপুর গ্রামের মৃত পর্বত শেখের ছেলে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রইছ শেখ স্থানীয় মসজিদে নামাজ আদায় করে চাটমোহর-টেবুনিয়া সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় দোটানায় পড়লে র‌্যাবের গাড়ি তাকে ধাক্কা দেয়। মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। দুই পা গাড়ির চাকায় পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্যরা উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। 

পরে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নওদাপাড়া রাত ৯টার দিকে মারা যান রইছ শেখ।

নিহতের ভাতিজা জনি হোসেন বলেন, র‌্যাব-১২’র একটি গাড়ি আমার বড় আব্বাকে ধাক্কা দেয়। গাড়ির চাকায় তার দুই পা পিষ্ট হয়। পরে তাকে রাজশাহী নেয়ার পথে মারা যান। বিষয়টি চাটমোহর থানার ওসি স্যারকে জানিয়েছিলাম। এছাড়া র‌্যাবের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন>> গণধর্ষণ-হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, বিষয়টি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি।

সিপিসি-২, র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান। এ বিষয়ে তার মোবাইলে একাধিকবার কলা করা হলেও তিনি রিসিভ করেননি। পরিচয় দিয়ে ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া কোনো মেলেনি।

আপন দেশ/এমএন/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়