Apan Desh | আপন দেশ

শরিফার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ২৪ জানুয়ারি ২০২৪

শরিফার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কয়েক বছর আগে বিয়ে হয় শরিফা বেগমের (২৮)। স্বীকৃতি পেয়েছেন দ্বিতীয় স্ত্রী হিসেবে। আর দশজনের মতোই স্বাভাবিক ছিল সাংসারিক জীবন। তবে গত কয়েকদিন ধরেই স্বামীর সঙ্গে ঝগড়া চলছিল। এর জেরেই আত্মহনের পথ বেঁচে নেন তিনি।

বুধবার (২৪ জানুয়ারি) শরিফার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার মধুরামপুর গ্রামের সিরাজুজ্জামানের স্ত্রী শরিফা। তার বাবার বাড়ি উপজেলার দলুয়া চৌধুরীপাড়ায়।

এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পেলে তাকে উদ্ধার করে। পরে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে মারা যান শরিফা।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে।

আপন দেশ/আরএস/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়