Apan Desh | আপন দেশ

কলেজ ল্যাব থেকে ১৬ ল্যাপটপ চুরি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ৩০ জানুয়ারি ২০২৪

কলেজ ল্যাব থেকে ১৬ ল্যাপটপ চুরি

ছবি: আপন দেশ

গ্রিলের হ্যাজবোল্ড ভেঙে কলেজে প্রবেশ করে চোর। সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ১৬ ল্যাপটপ নিয়ে যায়। ঘটনাটি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের। পুলিশ ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে কলেজে ল্যাপটপ চুরি হয়। সকালে কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশকে খবর দেয়।

কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে ল্যাপটপগুলো ছিল। ল্যাবটির দরজা গ্রিলের হ্যাজবোল্ডের। ঘটনার রাতে প্রতিষ্ঠানটিতে নাইটগার্ড ছিল কিনা সেটি নিশ্চিত করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

ল্যাপটপ চুরির বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ স্বপন কুমারকে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।

আপন দেশ/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়