Apan Desh | আপন দেশ

রাজাপুরে ৪ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ১৩ মার্চ ২০২৪

রাজাপুরে ৪ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে চার ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) উপজেলায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলার বড়ইয়া ইউনিয়নের মেসার্স বড়ইয়া ব্রিকসের লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ন না থাকায় এক লাখ টাকা, সদর ইউনিয়নের মেসার্স হাওলাদার রিয়েলস্ট্রেট ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন রাজাপুর ইউএনও ফারহানা ইয়াসমিন। 

অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকসকে এক লাখ টাকা, উত্তর বাঘড়ি এলাকায় মেসার্স আকন ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব। 

এ সময় রাজাপুর থানা ওসি মু. আতাউর রহমানসহ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন। 

ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, বিভিন্ন ইট ভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ন নেই। বিধায় ভাটার মালিককে জরিমানা করে ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। 

আপন দেশ/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়