Apan Desh | আপন দেশ

সাজেকে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ৮ আগস্ট ২০২৩

সাজেকে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক

ছবি: সংগৃহীত

রাঙামাটি: গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। এতে সাজেকে বেড়াতে আসা তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি ঢলে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি সড়ক, বাঘাইহাট বাজার সড়ক এবং মাচালং বাজার সড়ক ডুবে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর থেকে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেখানে আটকা পড়েছে পর্যটকবাহী ২০টি মোটরসাইকেল, ২০টি চাঁদের গাড়ি (জিপ) ও চারটি মাহিন্দ্রা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানিয়েছেন, সাজেকে ২০টি মোটরসাইকেল, ২০টি চাঁদের গাড়ি, চারটি মাহিন্দ্রা আটকে পড়েছে বলে খবর পেয়েছি। দীঘিনালা, বাঘাইহাট ও মাচালং এলাকা প্লাবিত হওয়ায় তারা আটকা পড়েছেন। কোনোভাবেই তাদের পার করার সুযোগ নেই।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়