Apan Desh | আপন দেশ

বাম গণতান্ত্রিক জোট বিকল্প পার্লামেন্ট বসাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

বাম গণতান্ত্রিক জোট বিকল্প পার্লামেন্ট বসাবে

ছবি: সংগৃহীত

বিকল্প পার্লামেন্ট বসানোর ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সেখানে দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাসহ সব বিষয়ে আলোচনা হবে। এমন ঘোষণা দিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটক অবরোধ করেন বিক্ষোভকারীরা। ব্যাংকের টাকা লুটপাট, অর্থ পাচারকারীদের শাস্তি দাবি করেন। পাশাপাশি অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশেরও দাবি করেন তারা।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার জনগণের ভোটে নির্বচিত হয়নি। এখন পার্লামেন্টে ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। তারা জোর করে যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লুটপাট চালাবেন। এদের বিরুদ্ধে বিকল্প সংগ্রামের পথ তৈরি করতে হবে।

তিন আরও বলেন, আজকে কেন্দ্রীয় ব্যাংকের সামনে বিক্ষোভ করলাম। এরপর দুদক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে বসবো। একইভাবে দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাসহ সব বিষয় নিয়ে বিকল্প পার্লামেন্ট বসাবো।

উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়