Apan Desh | আপন দেশ

সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬, ২০ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৩:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৪

সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

ছবি: সংগৃহীত

দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন (এসটিআর) বেড়েই চলছে। গত এক বছরে সন্দেহজনক লেনদেন ৬৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে। 

এতে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ছিল ১৪ হাজার ১০৬ টি, যা গত অর্থবছরে ছিল ৮ হাজার ৫৭১টি। এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৫ হাজার ৫৩৫ বা প্রায় ৬৪ দশমিক ৫৮ শতাংশ। আর গত ২০২০-২১ অর্থবছরে সন্দেহজন লেনদেনের সংখ্যা ছিল ৫ হাজার ২৮০টি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়