Apan Desh | আপন দেশ

আগামী বছর এসএসসি, এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৩

আগামী বছর এসএসসি, এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা

ফাইল ছবি

আগামী বছর এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। 

জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমে বলেন, এইচএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী, তবে এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী।

এ সংক্রান্ত নোটিশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনার সংক্রমণের পর থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়।  

চলতি বছরের এসএসসি পরীক্ষা গেল ৩০ এপ্রিল শুরু হয়েছিল। আর ১৭ আগস্ট থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনার সংক্রমণের পর থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। 

চলতি বছরের এসএসসি পরীক্ষা গেল ৩০ এপ্রিল শুরু হয়েছিল। আর ১৭ আগস্ট থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়