Apan Desh | আপন দেশ

ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ২৪ জানুয়ারি ২০২৪

ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৬৫

ছবি: সংগৃহীত

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ইলিউশিন ইল-৭৬ সামরিক বিমানটিতে অন্তত ৬৫ যাত্রী ছিলেন। যাদের সবার মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। খবর রয়টার্সের।

বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, উড়োজাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বন্দি সদস্যরাও ছিলেন।

আরও পড়ুন>> বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় বেলা ১১টায় ইয়াবলোনোভো গ্রামে বিমানটি খাড়াভাবে আছড়ে পড়ছে। বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ‘তিনি দুর্ঘটনার বিষয়ে জানেন’। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। 

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তারা বিমান বিধ্বস্তের ব্যাপারে জানতে পেরেছেন। তবে তিনিও বিস্তারিত কোনো কিছু জানাননি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়