Apan Desh | আপন দেশ

ঈদের দিন দুপুরে যেভাবে সাজবেন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ১০ এপ্রিল ২০২৪

আপডেট: ১৪:১০, ১০ এপ্রিল ২০২৪

ঈদের দিন দুপুরে যেভাবে সাজবেন

ফাইল ছবি

ঈদের দিন যেভাবেই সাজুন না কেন, স্বস্তি থাকতে হবে। খোলা চুলেই অনেকে খুঁজে পান স্বাচ্ছন্দ্য। অনেকে আবার আঁটসাঁট করে বেঁধে রাখতে চান। চুলের সাজ হোক এমন, যেন আপনার ব্যক্তিত্ব, রুচি আর আবহাওয়ার সঙ্গে মিলে যায়।

লাল সিল্কের কাফতানের সঙ্গে উঁচু করে বাঁধা হয়েছে চুল। সামনের অংশ নিপাট রাখতে ব্যবহার করতে হতে পারে জেল অথবা হালকা কোনো তেল। পেছনে উঁচু করে চুল বেঁধে খোঁপার স্টাইলে আটকে দেয়া হয়েছে। চোখের সাজেও আছে নাটকীয়তা। গ্রাফিক্যাল স্টাইলে চোখে টানা হয়েছে লাল কাজল। ঠোঁটে কাফতানের সঙ্গে মিলিয়ে লিপস্টিক। সাজ সম্পূর্ণ।

চুলের ব্যান্ড বেশ জনপ্রিয়তা পেয়েছে এ বছর। ঈদের দিন পাথর লাগানো হেয়ার ব্যান্ডই মানানসই হবে। যাঁরা চুল খোলা রেখে পার করতে চান দুপুরবেলা, এমন হতে পারে তাঁদের সাজ। শাড়ির সঙ্গে হাতখোঁপা ও পাশ সিঁথি করা হয়েছে। সাজও একদম হালকা।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়