Apan Desh | আপন দেশ

ফিলিস্তিনকে ৫০ লাখ টাকা দিল মোজো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩, ২ জানুয়ারি ২০২৪

ফিলিস্তিনকে ৫০ লাখ টাকা দিল মোজো

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অর্ধকোটি টাকার সহায়তা দিল ‘মোজো’। মোজো বাংলাদেশের কোমল পানীয় ব্র্যান্ড। তারা প্রতিটি বোতলে প্রাপ্ত  মূল্য থেকে এক টাকা করে দিচ্ছে। 

প্রতিষ্ঠানের তরফ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তাতে বলা হয়েছে, মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। এ চেক হস্তান্তর করেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন।

এই উদ্যোগে দেশের মানুষের একাত্মতা, সহযোগিতার প্রশংসা করে ভোক্তাদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। ভবিষ্যতেও মোজো এই ধরনের কাজে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) সৈয়দ জহুরুল আলম রুমন, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম এবং মোজোর ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিকসহ অনেকে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়