Apan Desh | আপন দেশ

ব্যাংক ডাকাতির ঘটনায় কঠোর শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ৪ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:০০, ৪ এপ্রিল ২০২৪

ব্যাংক ডাকাতির ঘটনায় কঠোর শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

বান্দরবানে ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের মতো ঘটনায় জরিতদের বিচার হবে, শাস্তি হবে। আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করবো। অপহরণকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করবো। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে দ্রুত উদ্ধারে সব রকমের কাজ চলছে।

তিনি বলেন, ব্যাংকে ডাকাতি ছোট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। কুকি-চিনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তারা আলোচনার মাঝখানে এ ঘটনা ঘটিয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না। কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানে হামলা, বিদ্যুৎ কেন্দ্রে হামলা, ভলভো বাসে আগুন, শিল্প প্রতিষ্ঠানে আগুন একই সূত্রে গাঁথা কিনা দেখা হচ্ছে। এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রে হামলায় ১১ জনকে আটক করা হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়