Apan Desh | আপন দেশ

‘ভারত বয়কটে’ গণঅধিকার পরিষদের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৬:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

‘ভারত বয়কটে’ গণঅধিকার পরিষদের মিছিল

ছবি: আপন দেশ

‘ভারত বয়কটে’র ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটি রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল থেকে ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।

রাজধানীর বিজয়নগর থেকে মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বড় আকারের বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে। এ সময় ‘ঢাকা না দিল্লি... গোলামি না মুক্তি... ভারতীয় পণ্য বয়কট বয়কট... ইত্যাদি স্লোগান দেন তারা।

গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভারত নগ্ন হস্তক্ষেপ করেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণে বর্তমান সরকারকে সহযোগিতা করেছে ভারত। সীমান্তে প্রতিদিন গুলি চালাচ্ছে বিএসএফ। ভারত তিস্তা, পদ্মাসহ চুয়ান্ন নদ-নদীর পানি শোষণ করছে। নির্বাচনের পর থেকে এসব অভিযোগ করে আসছে গণঅধিকার পরিষদ।

তারা ভারতবিরোধী অবস্থান নিয়ে মিছিল সভা মানববন্ধন করছে। শুক্রবারের মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ দেখা গেছে।

আপন দেশ/এবি/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়