Apan Desh | আপন দেশ

জামাই শ্বশুরের এসআইবিএল!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২২:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩

জামাই শ্বশুরের এসআইবিএল!

ফাইল ছবি

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান বেলাল আহমেদ। তিনি চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের জামাতা। ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর ২০১৭ সালের অক্টোবর থেকে বেলাল আহমেদ পরিচালক পদে রয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)  মাহবুব-উল-আলম এসআইবিএলের চেয়ারম্যান পদ ছাড়েন। পরদিন তিনি যুক্তরাষ্ট্রে যান। একইভাবে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া পদত্যাগ করে সংযুক্ত আরব আমিরাত গেছেন। এ অবস্থায় গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক হয়। বেলাল আহমেদের সভাপতিত্বে সভায় মাহবুব-উল-আলম ও আবু রেজা মো. ইয়াহিয়ার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর আলম জানান, ব্যক্তিগত ও শারীরিক কারণে তাঁরা (মাহবুব ও ইয়াহিয়া) পদত্যাগ করেছেন। আপাতত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বর্তমান ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ।

ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বেলাল আহমেদ ইউনিটেক্স স্টিল মিলের পক্ষে এসআইবিএলের পরিচালক। ইউনিটেক্স স্টিলের হাতে রয়েছে ব্যাংকটির প্রায় ২ কোটি ৩ লাখ শেয়ার। ব্যাংকটির মালিকানা বদলের পর ২০১৭ সালের ৩০ অক্টোবর তিনি প্রথম পরিচালক নিযুক্ত হন।

এসআইবিএল যা বলল : এদিকে চেয়ারম্যান ও এএমডির পদত্যাগ বিষয়টি তাঁদের একান্ত ব্যক্তিগত। মাহবুব-উল-আলম পদত্যাগপত্রে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত উল্লেখ করেছেন। আবু রেজাও একই কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়