Apan Desh | আপন দেশ

ভারতের জয়-পরাজয়, বাংলাদেশের কি?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৪

ভারতের জয়-পরাজয়, বাংলাদেশের কি?

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনাল ম্যাচ। শিরোপা ঘরে তোলার শর্ত একটাই, জয়। সেই লক্ষ্যে নিজেদের সর্বোচ্চটা দিতে মাঠে নামে বাংলাদেশ-ভারত। নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা গড়ায় টাইব্রেকারে। ১১-১১ টাইব্রেকারে সমতা হলে টসের মাধ্যমে ফল নির্ধারিত হয়। আর ‘টসে’ ভাগ্য গড়ায় ভারতের দিকে। ভাগ্য পরীক্ষায় হেরে যায় বাংলাদেশ।

ভারত শিরোপা উদযাপন করছে। কিন্তু বাংলাদেশ ওই ‘টস’ নিয়ে আপত্তি তুলেছে। এখনো শিরোপা দেয়া হয়নি ভারতকে। বেশ কিছুক্ষণ প্রতিবাদের পর ম্যাচ কমিশনার আবার দুই দলকে ডাকেন৷ সেখানে ভারত আপত্তি জানায়। তারা টসে চ্যাম্পিয়ন হয়েছে, এর বাইরে কিছু মানবে না- এটা জানিয়ে মাঠ ত্যাগ করে৷ বাংলাদেশ মাঠে অপেক্ষা করছে৷ রেফারিরাও করছে।

বাংলাদেশের মেয়েরা সাফের অফিসিয়াল নিয়মের কথা তুলে ধরে ম্যাচ কমিশনারের কাছে। তাতে সিদ্ধান্ত বদলান কমিশনার। টুর্নামেন্টের বাইলজ (ফুটবল আইন) অনুযায়ী সাডেন ডেথ চলবে। তাই শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা ডিলান সাফ ও অন্যদের সাথে আলোচনার পর পুনরায় সাডেন ডেথের কথা বলেন। এতে ভারত আপত্তি জানায়।

ভারত সেই প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে। রেফারি ৩০ মিনিট অপেক্ষা করছে। বাংলাদেশ বাইলজের অনুযায়ী, এখন ভারত মাঠে না ফিরলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার কথা। ‘টস’ ভাগ্যে ভারতের জয় হলেও ফুটবল আইনে স্বীকৃতি মিলছে না। জয়ের পর পরাজয়ও বলা যেতে পারে। ভারতের জয় বা পরাজয় হলেও বাংলাদেশের ভাগ্যে কি, এটিই এখন দেখার বিষয়।

সাফের ফুটবলে এ রকম ঘটনা আর ঘটেনি৷ বাংলাদেশের ফুটবলে এমন ঘটনা ছিল। সেখানে দুই দল মিলে ২০ এর অধিক শট নিয়েছিল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়