Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্র সফরের আগমুহূর্তে চোটে মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১৬ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্র সফরের আগমুহূর্তে চোটে মেসি

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে সামনের সপ্তাহে। আগেই জানা ছিল, ফিফা উইন্ডোতে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে খেলবে দুটি প্রীতি ম্যাচ। যার প্রথমটি আগামী ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তবে সালভাদরের সঙ্গে মাঠে নামার সপ্তাহ খানেক আগে জানা গেল, চোটে পড়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এ মহাতারকা। বিষয়টি নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি।

যুক্তরাষ্ট্রের ক্লাবটির দেয়া এমন তথ্য এল সালভাদর ম্যাচের আগে আর্জেন্টাইন দুর্গে ‘শীতল পানির ছিটার’ মতো। আলবিসেলেস্তেদের কোচিং স্টাফরা অবশ্য অধিনায়কের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

আরও পড়ুন>> সন্তান প্রসবের পর সাফজয়ী নারী ফুটবলারের মৃত্যু

মেসির চোটের বিষয়টির সত্যতা নিশ্চিত করে আর্জেন্টাইন ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মায়ামির মেডিকেল বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ন্যাশভিল এফসির বিপক্ষে এ চোট পান তিনি।

আগামী ১৬ মার্চ ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। মেসিকে সেই ম্যাচে পাওয়াটা নির্ভর করছে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসকদের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়