Apan Desh | আপন দেশ

মুক্তিযোদ্ধাদের পেটানো নৌকার ১১ প্রচারক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ২৬ ডিসেম্বর ২০২৩

মুক্তিযোদ্ধাদের পেটানো নৌকার ১১ প্রচারক গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়নগঞ্জে মুক্তিযোদ্ধাদের মারধরের ঘটনায় ১১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই নৌকার সমর্থক বলে জানিয়েছে রূপগঞ্জের পুলিশ।

এর আগে হামলার ঘটনায় সোমবার রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। 

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১২টায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌকার ১১ সমর্থককে গ্রেফতরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা মো. চান মিয়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (কেটলী) শাহজাহান ভূঁইয়ার পক্ষে ভোটের প্রচারণা চালান। তার সঙ্গে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন।

এ সময় নৌকা প্রতীকের প্রচারণায় থাকা শমসের আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের প্রচারণায় বাধা দেয়। এ সময় তাদের হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। 

পরে এ ঘটনায় মুক্তিযোদ্ধা চান মিয়া রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সোমবার রাতে ১১ জনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমন মাহমুদ রবিন (২৫), সেন্টু তালুকদার (৪৯), মো. ডন শরীফ (৪৫), আনিসুর রহমান শাওন (৩২), রাসুকুল ওরফে রাকিব (৩০), মো. চান মিয়া (২৭), মো. মাজিদুর রহমান নয়ন (৩৬), এনায়েত উল্লাহ শিপলু (৩৭), মো. ফয়সাল (২৫), মো. ইমন (১৮) ও মো. হারুনুর রশিদ (২৮)।

আপনর দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়