Apan Desh | আপন দেশ

শাহজাহান ওমরের প্রার্থিতা বৈধ ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ২৭ ডিসেম্বর ২০২৩

শাহজাহান ওমরের প্রার্থিতা বৈধ ঘোষণা

ফাইল ছবি

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম) প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা বৈধতার চ্যালেঞ্জের রিট আবেদন খারিজ করেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি এটিএম মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

এর আগে, হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ঝালকাঠি-১ আসনের নাসরিন খানম নামে এক নারী ভোটার এ রিট দায়ের করেন। প্রার্থিতা বাতিল চেয়ে আরেক ব্যক্তি মামুনের আবেদন শুনানিতে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)। 

আরও পড়ুন>> মুক্তিযোদ্ধাদের পেটানো নৌকার ১১ প্রচারক গ্রেফতার

তার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির। তার আবেদন নামঞ্জুর করে ইসি।

গত ৪ নভেম্বর রাতে বাসে আগুন দেয়ার মামলায় শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ। পরে ২৯ নভেম্বর জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এর একদিন পরই ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে টিক দিয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

আপন দেশ/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়