Apan Desh | আপন দেশ

‘প্রধানমন্ত্রীর চার নম্বর ভাই আমি’

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ২২ জানুয়ারি ২০২৪

আপডেট: ২০:০৩, ২২ জানুয়ারি ২০২৪

‘প্রধানমন্ত্রীর চার নম্বর ভাই আমি’

ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক শীর্ষ নেতা শাহজাহান ওমর। নাশকতার মামলায় গ্রেফতার হন, কারামুক্ত হয়ে আওয়ামী লীগে যোগ দেন। গত ৭ জানুয়ারি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন, জয়ও পান। এবার নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ ভাই দাবি করেছেন তিনি।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন। 

শাহজাহান ওমর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন ভাই; শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হয়েছেন। তাই তিনি আমাকে তার চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেছেন। এ কারণে আমি তার দল থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছি।

আরও পড়ুন>> শীতে প্রাথমিকের ক্লাসের সময় পরিবর্তন

তিনি বলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনকে আমি ভালো রাখতে চাই, ভালো কিছু করতে চাই। এ অঞ্চল আমার পরিচিত, আমি সবাইকে চিনি এবং জানি। আমি কোনো কিছু ভাগাভাগির মধ্যে নেই। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে এ এলাকায় আমি আসা-যাওয়া করি, কাজেই আমি নবনির্বাচিত নই।

এদিন বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়