Apan Desh | আপন দেশ

জয়পুরহাটে হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৯, ৩১ জানুয়ারি ২০২৪

জয়পুরহাটে হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে চাঞ্চল্যকর মোয়াজ্জেম হোসেন হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) অতিরিক্ত দায়রা জজ-২ আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাট শহরের দেওয়ানপাড়ার মৃত ইউনুস আলী দেওয়ানের ছেলে বেদারুল ইসলাম বেদিন, শান্তিনগর এলাকার শাহজাহান মৃধার ছেলে সরোয়ার রওশন সুমন, আরাফাত নগরের মোসলেম উদ্দিনের ছেলে মশিউর রহমান এরশাদ বাবু, দক্ষিণ দেওয়ানপাড়ার মোহাম্মদ আলী মোখলেসারের ছেলে মনোয়ার হোসেন মনছুর, একই এলাকার ওয়ারেছ আলীর ছেলে টুটুল। 

দেওয়ানপাড়ার আজিজ মাস্টারের ছেলে রানা, তেঘর বিশার কাবেজ উদ্দীন মন্ডলের ছেলে নজরুল ইসলাম, দেবীপুর কাজী পাড়ার মৃত মগবুল হোসেনের ছেলে শাহী, দেবীপুর মন্ডল পাড়ার রফিকের ছেলে সুজন, কাজী পাড়ার নুর হোসেন নুমুর ছেলে রহিম, নওগাঁর ধামইরহাট উপজেলার ধুরইল আবুল কাশেমের ছেলে ডাবলু।

আরও পড়ুন>> সৌদি আরব ১০ বিচারপতির মৃত্যুদণ্ড

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট শহরের প্রামাণিকপাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন। ২০০২ সালের ২৮ জুন। বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। সেদিন আসামিরা তাকে চিত্রা সিনেমা হল এলাকা থেকে তুলে নিয়ে যান। এরপর ভিটি এলাকার কবরস্থানের পাশে মোয়াজ্জেমকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত হোন। পরে জামালগঞ্জ রোডের একটি আম গাছের নিচে অচেতন অবস্থায় ফেলে রেখে যান। ওই দিন রাতেই মোয়াজ্জেমকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন মারা যায়।

পরের দিন। নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত করেন মাহবুব আলম। ২০০৩ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়