Apan Desh | আপন দেশ

সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৩, ৬ মার্চ ২০২৪

সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

ছবি: আপন দেশ

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯), জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। আহত তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৯)। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

বুধবার (৬ মার্চ) ভোরে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়ক এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার তালা উপজেলার জেঠুয়া গ্রামে যান নয়ন, উইলিয়াম ও কর্নেল। সেখান জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে যজ্ঞের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বুধবার ভোরে বাড়ির পথে রওনা হয়। দরগাহপুর কাদাকাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, আজ ভোর রাতে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা খেয়ে দুই শিক্ষার্থী মারা গেছে। পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে।

আপন দেশ/এফএইচ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়