Apan Desh | আপন দেশ

কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ৩ এপ্রিল ২০২৪

কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

ছবি: সংগৃহীত

বান্দরবানে একাধিক ব্যাংকে ডাকাতির পর এবার কুষ্টিয়ায় একটি ব্যাংকে চুরির খবর পাওয়া গেছে। কুমারখালী আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা অফিসে এ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের ভল্ট ভেঙে পাঁচ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা চুরি হয়েছে। ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর।

বুধবার (৩ মার্চ) সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে কর্মকর্তাদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এজেন্ট ব্যাংক ইনচার্জ শামসুল আলমের দাবি, এ সময় পাঁচ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা, কম্পিউটার, সিসিটিভি, ডিভাইসসহ মালামাল চুরি হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, পুরো বিষয়টি প্রাথমিকভাবে আমার কাছে নাটকীয় এবং সন্দেহজনক মনে হচ্ছে। তবে এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়