Apan Desh | আপন দেশ

চার দিনে শের-ই-বাংলা মেডিকেলে ৬০ রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ৩ জুলাই ২০২৩

চার দিনে শের-ই-বাংলা মেডিকেলে ৬০ রোগীর মৃত্যু

ফাইল ছবি

চার দিন ঈদুল আজহার সরকারি ছুটিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ রোগীর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি ছুটিতে সিনিয়র কোন চিকিৎসক সেবা দিতে আসেননি।

মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় ঈদের সময় আমাদের হাসপাতালেই থাকতে হয়েছে। দুর্ভাগ্য হচ্ছে এই সময়ে কোনো চিকিৎসক আসেন নি। মাঝে মধ্যে দুয়েকজন ইন্টার্ন চিকিৎসক এসে ঘুরে যেতেন আর অল্প কয়েকজন নার্স ছিলেন। 

অভিযোগ অস্বীকার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ঈদের বন্ধের সময় যে সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে তা হাসপাতালের স্বাভাবিক ঘটনা। ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা রোস্টার অনুযায়ী, দায়িত্ব পালন করেছেন। চিকিৎসায় অবহেলার কোনো ঘটনা ঘটেনি।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়