Apan Desh | আপন দেশ

চালের বস্তায় ৬ তথ্য বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪

চালের বস্তায় ৬ তথ্য বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত

চালের বস্তায় ছয়টি তথ্য লেখা বাধ্যতামূলক করেছে সরকার। ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে কার্যকর হবে। বুধবার (২১ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়, নয়া সরকার গঠন হওয়ার পর চাল উৎপাদনকারী কয়েকটি জেলা পরিদর্শন করে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। তাতে জানা যায়, বাজারে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন নামে-দামে বিক্রি হচ্ছে। অযৌক্তিক দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা একে অপরকে দোষারোপ করছেন। এতে বিড়ম্বনায় পড়ছেন ভোক্তারা। অনেক ক্ষেত্রে আর্থিক ক্ষতিগ্রস্তও হচ্ছেন।

আরও পড়ুন>> মন্ত্রীর হুঁশিয়ারিতেও কমছে না চালের দাম

এ অবস্থার উত্তরণে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে, এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিংয়ের সুবিধার্থে ছয় নির্দেশনা দেয়া হয়। তা হলো-

১. উৎপাদিক চাল বাজারে সরবরাহে বস্তার ওপর উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিল গেট মূল্য এবং ধান/চালের জাত উল্লেখ করতে হবে।

ধানের জাতের নাম, প্রস্তুতকারক, ঠিকানা (উপজেলা ও জেলা), নিট ওজন, উৎপাদনের তারিখ, মিল গেট মূল্যের এ তথ্যগুলো ছক মোতাবেক লেখা থাকবে।

২. বস্তার ওপর উল্লিখিত তথ্যাদি কালিতে হাত দিয়ে লেখা যাবে না।

৩. চাল উৎপাদনকারী সকল মিল মালিক (অটো/হাস্কিং) কর্তৃক সরবরাহকৃত সকল প্রকার চালের বস্তা/প্যাকেটের (৫০/২৫/১০/৫/২/১ কেজি ইত্যাদি) ওপর উল্লিখিত তথ্যাদি মুদ্রিত করতে হবে।

৪. করপোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে মিল গেট দামের পাশাপাশি প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে।

৫. এ পরিপত্রের আলোকে সকল ডিসি/ইউএনও/আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক/জেলা খাদ্য নিয়ন্ত্রক/উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। খাদ্য পরিদর্শকগণ পরিদর্শনকালে এ বিষয়টি নিশ্চিত করবেন। এর ব্যত্যয় ঘটলে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ এর ধারা ৬ ও ধারা ৭ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৬. আগামী ১৪ এপ্রিল থেকে এ পরিপত্রের নির্দেশ আবশ্যিকভাবে প্রতিপালন করতে হবে।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়