Apan Desh | আপন দেশ

চীনা মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য শুরু করলো বলিভিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৯, ৩০ জুলাই ২০২৩

চীনা মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য শুরু করলো বলিভিয়া

ছবি: সংগৃহীত

চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্য শুরু করে দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। 

দেশটির অর্থমন্ত্রী মারসিলো মনতেনেগ্রো জানিয়েছেন, গত মে থেকে চলতি জুলাই পর্যন্ত বলিভিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ চীনা মুদ্রা ইউয়ানে হয়েছে। এর পরিমাণ ২৭৮ মিলিয়ন ইউয়ান বা ৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।-খবর এপির।

বাণিজ্যিক লেনদেন সহজতর করতে বলিভিয়ায় একটি চীনা ব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, চীনা ব্যাংক প্রতিষ্ঠা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে ব্যাংক প্রতিষ্ঠিত হলে লেনদেন সহজতর হবে।

আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এরই অংশ হিসেবে দেশটি চীনা মুদ্রার দিকে ঝুঁকছে।

বলিভিয়ার অর্থমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক বাণিজ্যে চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ছে। এমন পরিস্থিতিতে আমরা তা অনুসরণ করতে চাই।'

বলিভিয়ার ব্যাংক কর্মকর্তারা বলছেন, বলিভিয়ার রাষ্ট্রীয় ব্যাংক বাঙ্কো ইউনিয়নের মাধ্যমে আমদানি-রফতানিকারকরা গত ফেব্রুয়ারি থেকে ইউয়ানে বাণিজ্য করছেন। গত মার্চ থেকে রাশিয়ার মুদ্রা রুবলে বাণিজ্য চলছে। দক্ষিণ আমেরিকার বলিভিয়া ছাড়াও অপর দুই শক্তিশালী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনাও বৈদেশিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার শুরু করেছে বলে জানা গেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়