Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে এক দিনে মৃত্যু ১০, হাসপাতালে ২৩৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ২৭ জুলাই ২০২৩

আপডেট: ২০:২২, ২৭ জুলাই ২০২৩

ডেঙ্গুতে এক দিনে মৃত্যু ১০, হাসপাতালে ২৩৬১

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫।

বৃহস্পতিবার ( ২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি ভর্তি হয়েছেন ১ হাজার ১২২ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৪৯ জন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ জন ও ঢাকার বাইরের ৫ জন।

আরও পড়ুন<<.> ডেঙ্গুর ‘রেড জোন’ রাজধানীর যেসব এলাকা

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪ হাজার ৭৯৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯০৪ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ১০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯ হাজার ৮১২ জন ও ঢাকার বাইরের ১৪ হাজার ১৯৮ জন।

গত বছর ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয় ।

আপন দেশ/এবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়