Apan Desh | আপন দেশ

খুমেকে ছাত্র-ওষুধ দোকানিদের সংঘর্ষ, ইন্টার্নদের কর্মবিরতি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৬, ১৫ আগস্ট ২০২৩

আপডেট: ০২:২৭, ১৫ আগস্ট ২০২৩

খুমেকে ছাত্র-ওষুধ দোকানিদের সংঘর্ষ, ইন্টার্নদের কর্মবিরতি

ফাইল ছবি

খুলনা: খুলনা মেডিকেল কলেজের ছাত্রদের সঙ্গে সোমবার রাতে ওষুধের দোকানিদের সংঘর্ষ হয়েছে। ছাত্রদেরকে দু’দফায় মারধোর করেছে দোকানীরা। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। এ ঘটনার পর মেডিকেলের সামনের অর্ধ শতাধিক ওষুধের দোকান বন্ধ রয়েছে।

অন্যদিকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ সাংবাদিকদের বলেন, রাতে মেডিকেলের এক ছাত্র কলেজের সামনের একটি দোকানে ওষুধ কিনতে যান। ওষুধের দাম নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দোকানি তাকে মারধর করেন। এরপর সে অন্য ছাত্রদেরকে জানালে তারা ওষুধের দোকানে যায়। তখন ওষুধের দোকানিরা তাদেরকেও মারধর করে। এতে ১৫ জন ছাত্র আহত হয়েছে।

এ ঘটনায় ছাত্ররা হামলাকারীদের আটক করার জন্য পুলিশ প্রশাসনকে রাত ১২টা পর্যন্ত আলটিমেটাম দেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওষুধের দোকানিরা জানান, ছাত্রদের হামলায় তিনজন দোকানি আহত হয়েছেন। এছাড়া ছাত্ররা ওষুধের একাধিক দোকান ভাঙচুর করেছেন। ছাত্রদের সঙ্গে দোকান মালিক ও কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ওষুধের অর্ধশতাধিক দোকান বন্ধ রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (সাউথ) শেখ ইমরান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের আটক করার চেষ্টা চলছে। মেডিকেল কলেজ হাসপাতাল ও ওষুধের দোকানের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুনঃ

জনপ্রিয়