Apan Desh | আপন দেশ

সীমান্তবর্তী গ্রামে ক্লাস্টার বোমা হামলার অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২২ জুলাই ২০২৩

সীমান্তবর্তী গ্রামে ক্লাস্টার বোমা হামলার অভিযোগ রাশিয়ার

ছবি: আল জাজিরা

রাশিয়া অভিযোগ করেছে তাদের সীমান্তবর্তী একটি গ্রামে ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভএই অভিযোগ করেছেন। খবর আল-জাজিরা

শনিবার (২২ জুলাই) কোনো ধরনের তথ্য সরবরাহ ছাড়াই এক টেলিগ্রাম বিবৃতিতে এই দাবি করেন তিনি। যদিও এই হামলায় কেউ হতাহত হননি বলেও জানিয়েছেন এই রুশ কর্মকর্তা।

তিনি বলেন, বেলগ্রোদ জেলায় মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম থেকে ২১টি আর্টিলারি শেল ও তিনটি ক্লাসটার বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

>>>আরও পড়ুন: প্রেমের অপরাধে বোনের মাথা নিয়ে থানায় ভাই!

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, আমরা ইউক্রেনীয়দের কাছ থেকে কিছু প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছি ও তারা ক্লাস্টার বোমা বেশ কার্যকরভাবে ব্যবহার করছে। অস্ত্রগুলো তারা যথাযথ ও কার্যকরভাবে ব্যবহার করছে। এ বিষয়ে ইউক্রেন থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্যোনেক মিত্র দেশের অসম্মতি সত্ত্বেও সম্প্রতি ইউক্রেনকে ‘বিতর্কিত’ ক্লাস্টার বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়