Apan Desh | আপন দেশ

ইউক্রেন প্রসঙ্গে শান্তি আলোচনা নাকচ করছি না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ৩০ জুলাই ২০২৩

ইউক্রেন প্রসঙ্গে শান্তি আলোচনা নাকচ করছি না: পুতিন

ফাইল ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন প্রসঙ্গে শান্তি আলোচনা নাকচ করছি না। আফ্রিকার দিক থেকে বা চীনের পক্ষ থেকে এমন আলোচনার সূত্রপাত হতে পারে।

সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠক শেষে পুতিন এ কথা বলেন। শনিবার (২৯ জুলাই) মধ্যরাতের সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই শক্তি বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। পুতিন বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী যেখানে আক্রমণ চালিয়েই যাচ্ছে সেখানে আসলে যুদ্ধবিরতির বাস্তবায়ন কঠিন।

ইউক্রেন রাশিয়া উভয় দেশই এর আগে বলেছে বিশেষ কিছু শর্ত ছাড়া তারা সমঝোতার টেবিলে বসতে রাজি নয়। ইউক্রেন ১৯৯১ সালের বন্দোবস্ত হওয়া সীমান্ত ফেরত চায়। ক্রেমলিন এই দাবি শক্তভাবে নাকচ করে আসছে। মস্কোর কথা হলো, আলোচনায় বসতে হলে ইউক্রেনকে নতুন সীমান্ত বাস্তবতা মেনে নিতে হবে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়