Apan Desh | আপন দেশ

ডিএমপির ৩৩ ওসি বদলি, আদেশ দুদিনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ৩ ডিসেম্বর ২০২৩

ডিএমপির ৩৩ ওসি বদলি, আদেশ দুদিনের মধ্যে

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির পরিকল্পনা করা হয়েছে। দুয়েকদিনের এ বদলির আদেশ হতে পারে।

রোববার (২ ডিসেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বদলির তথ্য নিশ্চিত করেছেন। তবে দিনক্ষণ জানাননি।

তিনি জানান, ছয় মাসের বেশি সময় ধরে বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করছেন তাদের বদলি করা হবে ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব ওসি ও ইউএনওদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশের পরিপ্রেক্ষিতেই ডিএমপিতে এ রদবদল আসছে।

ডিএমপি সূত্র জানায়, ঢাকার বিভিন্ন থানার ওসিদের বদলির অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনে একটি প্রস্তাবও জমা দিতে যাচ্ছে ডিএমপি।

ডিএমপি সূত্র জানায়, গত ৩০ নভেম্বর ইসির এক চিঠির পরিপ্রেক্ষিতে ডিএমপি যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগির ইসিতে পাঠানো হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়