Apan Desh | আপন দেশ

‘তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ২৪ জানুয়ারি ২০২৪

‘তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর’

ফাইল ছবি

তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে যা করার, তা করবে সরকার। নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেছেন।

বুধবার (২৪ জানুয়ারি) ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য সবসময়ই আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী, এবং বন্ধু রাষ্ট্র। আমাদের উন্নয়নকাজে বড় অংশীদার। যুক্তরাজ্যের সঙ্গে আজও বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। 

আরও পড়ুন>> মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

তিনি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমরা আগে থেকেই জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করছি। আগামীতে এই কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে শুরু থেকে যুক্তরাজ্য আন্তরিক সহযোগিতা করছে। আজকের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে। 

তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ‘তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে প্রত্যাবাসন করা’।

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থানের পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনা। তিনি বলেছেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাবে।

আপন দেশ/এসএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়