Apan Desh | আপন দেশ

‘প্রধানমন্ত্রী দগ্ধদের চিকিৎসা খরচ বহন করবেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৭, ২ মার্চ ২০২৪

আপডেট: ১৪:৪৩, ২ মার্চ ২০২৪

‘প্রধানমন্ত্রী দগ্ধদের চিকিৎসা খরচ বহন করবেন’

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে দগ্ধদের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা পাঠিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। একই সঙ্গে দগ্ধ রোগীদের চিকিৎসার সব খরচ প্রধানমন্ত্রী নিজেই বহন করবেন বলেও জানান তিনি।

শনিবার (২ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, শুক্রবার (১ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বেইলি রোডে অগ্নিকাণ্ডের বিষয়ে আমার কথা হয়েছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের প্রয়োজনীয় যত্ন নিতে বলেছেন আমাকে। প্রধানমন্ত্রী বলেছেন, দগ্ধ রোগীদের চিকিৎসার সব খরচ তিনি নিজেই বহন করবেন। আমাদের এখানে তার একটি ফান্ড আছে। সেই ফান্ডে আজ সকালে কিছু টাকাও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বোর্ডের প্রধান হিসেবে রয়েছি আমি। দগ্ধ ১১ জন রোগীর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি ছয়জনকে ছেড়ে দেব। আর পাঁচজন থাকবে।

তিনি বলেন, যাদেরকে ছেড়ে দেব, ‘তারা মোটামুটি ভালো আছেন। আর বাকি যে পাঁচজন থাকবেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। যারা আছেন, তাদেরকে আমরা আরও পর্যালোচনা করে কয়েক দিন পর সিদ্ধান্ত নেব কী করা যায়।

 এদিকে বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার একই পরিবারের তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

জেলা প্রশাসন বলছে, শনাক্ত না হওয়া বাকি তিনজনের মরদেহ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিললে তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে।

আপন  দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়