Apan Desh | আপন দেশ

এলপি গ্যাসের দাম কমল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ১ জুন ২০২৩

আপডেট: ১৮:৪২, ১ জুন ২০২৩

এলপি গ্যাসের  দাম কমল

ফাইল ছবি

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জন্য সরকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে। প্রস্তাবিত বাজেটে  ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সিলিন্ডারে ১৫৯ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা। চলতি মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৪ টাকা।

বৃহস্পতিবার (১জুন) বিইআরসি কার্যালয়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণের আদেশ দেন সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন।  সন্ধ্যা ছয়টা থেকে এই দাম কার্যকর হবে। নতুন দাম নির্ধারণে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারে দাম কমলো ১৬১ টাকা।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট। আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের ১৫তম বাজেট এটি।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়