Apan Desh | আপন দেশ

বিরোধী দলের নাম জানালেন কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ২২ জানুয়ারি ২০২৪

বিরোধী দলের নাম জানালেন কাদের

ফাইল ছবি

গত ৭ জানুয়ারি ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই আলোচনা ছিল, দ্বাদশ জাতীয় সংসদে কারা বসতে যাচ্ছে প্রধান বিরোধী দলের আসনে? অবশেষে সেই আলোচনার অবসান হয়েছে। জানা গেছে, সংসদে প্রধান বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে জাতীয় পার্টি। এবার নির্বাচনে সর্বমোট ১১ আসনে জয়লাভ করে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল কার হওয়া উচিত? জাতীয় পার্টিই হচ্ছে।’ সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

রাজনীতির মাঠে বিএনপিকে মিস করেন কি না, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের গঠনমূলক সমালোচনায় যেটার হেল্প করেছে, সেটা হলো—তারা কিন্তু বড় বড় সমাবেশ করেছে, মিছিল করেছে, তাদেরকে আমি দুর্বল বলে উড়িয়ে দিতে চাই না। আন্দোলনের ব্যাপারে তারা সাবজেক্টিভ প্রস্তুতি গড়ে তুলতে পারেনি। তারা আগুন–সন্ত্রাসের মতো জঘন্য সন্ত্রাসী পথ বেছে নিয়েছে সরকার পতনের জন্য। তারা কতগুলো ট্র্যাজিক ঘটনা ঘটিয়েছে।’

আরও পড়ুন>> রাজনীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে: রিজভী

নৌকা জনগণের কাছে এখনও তুমুল জনপ্রিয় বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘নির্বাচনে অনেক কিছু ওপেন করে দেয়ার পরও নৌকার জনপ্রিয়তা নৌকার জায়গায় রয়েছে। নির্বাচনের ২২৩ আসন নৌকা পেয়েছে, তাহলে কীভাবে আপনি মনে করেন, নৌকার জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনমতের প্রতিফলন ২২৩ সিটে নৌকার জয়।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, পারভীন জামান প্রমুখ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়