Apan Desh | আপন দেশ

বিএনপিকে ফের গোলাপবাগ যেতে বলল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৭, ২৬ জুলাই ২০২৩

আপডেট: ১৬:৩৫, ২৬ জুলাই ২০২৩

বিএনপিকে ফের গোলাপবাগ যেতে বলল ডিএমপি

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ দুই স্থানের পরিবর্তে বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার কথা বলেছে তারা।

বুধবার (২৬ জুলাই) সকালে পবিত্র আশুরা উপলক্ষে নেয়া নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে ব্রিফিংকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেসন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধিদলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।’

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেব।

এই পুলিশ কর্মকর্তা বলেন, যারা অনুমতি পাবে, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের কর্তব্য।’

>>> আরও পড়ুন: রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেবে ডিএমপি

ডিএমপি কমিশনার বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করব, ওয়ার্কিং ডে-তে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার মানুষকে থামিয়ে দেওয়া, লাখ লাখ মানুষকে রাস্তায় আটকে রাখার বিষয়টি বন্ধ করুন। ভবিষ্যতে এমন পরিকল্পনা পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান।’

সমাবেশে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক থাকতে পারে। আপনারা কর্মসূচি করেন, কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে, জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমাদের বাধ্য হয়ে এসব কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিতে হতে পারে।’

এর আগে গত ২২ জুলাই বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ থেকে আগামী ২৭ জুলাই সমাবেশের কর্মসূচি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সোমবার (২৪ জুলাই) বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয়া হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়