Apan Desh | আপন দেশ

ইদুল ফিতর কবে, জানাল আরব আমিরাত

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ১৭ মার্চ ২০২৪

আপডেট: ২০:০৬, ১৭ মার্চ ২০২৪

ইদুল ফিতর কবে, জানাল আরব আমিরাত

ছবি: সংগৃহীত

চলছে পবিত্র রমজান। মাস শেষেই মুসলমানদের আনন্দের উৎসব ঈদুল ফিরত। ঈদের সম্ভ্যাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত। দেশটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল ইদুল ফিতর পালিত হতে পারে। রোববার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এদিন হবে বুধবার। এ হিসেবে এ বছর মুসলিমদের ৩০ রোজা পালন করতে হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়ালের জন্মের চাঁদ ৮ এপ্রিল সূর্যগ্রহণের সাথে সারিবদ্ধ হবে। ফলে ইসলামি বিশ্বের বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে।

আরও পড়ুন>> রমজানের চাঁদ দেখে যে দোয়া পড়বেন

মুসলমানদের জন্য ইদুল ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজানের মাসব্যাপী রোজা পালনের পর ইদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলিমরা।

ইদের দিন মুসলমানেরা দুই রাকাত নামাজ আদায় করেন। এ নামাজকেই ইসলামে ইদের নামাজ বলা হয়। খোলা মাঠ বা বড় জামায়াতে এ নামাজ অনুষ্ঠিত হয়।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়