Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়া বিপক্ষে দল ঘোষণা বিসিবির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৬, ১৬ মার্চ ২০২৪

অস্ট্রেলিয়া বিপক্ষে দল ঘোষণা বিসিবির

ছবি: সংগৃহীত

সেই ২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এরপর আর কখনোই বাংলাদেশ সফরে আসেনি অ্যালিসা হিলিরা। ১০ বছর পর এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি।
 
শনিবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়েছেন শামিমা সুলতানা, লতা মণ্ডল ও শরিফা খাতুন।  

মূলত চোটের কারণে শামিমা সুলতানাকে মূল স্কোয়াডে রাখা হয়নি। তার বদলে দলে জায়গা পেয়েছেন ফারজানা হক লিসা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এ উইকেটকিপার। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে ৬ ইনিংসে ৩৬.২০ গড়ে ১৮১ রান করেন লিসা।

আগামী ২১ মার্চ মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৪ ও ২৭ মার্চ হবে বাকি দুই ওয়ানডে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। সাদা বলে দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসছে অস্ট্রেলিয়া। 

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, ফারজানা হক লিসা। 
 
স্ট্যান্ডবাই: ফারিহা ইসলাম, শরীফা খাতুন ও লতা মন্ডল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়