Apan Desh | আপন দেশ

ল্যানিং অবসরের কারণ জানালেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ১৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:৫৭, ১৯ এপ্রিল ২০২৪

ল্যানিং অবসরের কারণ জানালেন

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন নারী ক্রিকেটার মেগ ল্যানিং মাত্র ৩১ বছর বয়সেই অবসর নিয়েছেন। গত বছর অবসরের সিদ্ধান্ত জানানোর পর অনেকেই বিশ্বাস করতে পারেননি। ক্রিকেট জীবনের সর্বোচ্চ পর্যায়ে থাকার সময় খুব কম খেলোয়াড়ই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এতদিন পরে সেই ল্যানিং জানালেন, সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য অনুশীলন নিয়ে তিনি বাড়াবাড়ি করেছেন। কিন্তু খাওয়া-দাওয়ার অভ্যাস ঠিক ছিল না। সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ল্যানিং এক পডকাস্টে বলেছেন, ‘প্রচুর অনুশীলন করছিলাম। তবে খাওয়া-দাওয়া করছিলাম না। একটা সময় ছিল যখন সপ্তাহে ৮৫-৯০ কিলোমিটার দৌড়তাম। শরীরের মধ্যে অবসাদ চলে এসেছিল। সেটি ক্রমশ বাড়ছিল। কোনো সফরে গিয়ে ক্রিকেট খেলা এবং নিজের পুরো দায়বদ্ধতা দিয়ে খেলা আমার পক্ষে সম্ভব ছিল না। গত বছর অ্যাশেজের আগে মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে পড়েছিলাম।’

আরও পড়ুন <> বাংলাদেশে আসছেন মেসি!

ল্যানিং আরও জানিয়েছেন, তার আচরণেও অনেক বদল এসেছিল। হঠাৎ করেই রেগে যাচ্ছিলেন। অবস্থা এতটাই খারাপ হয় যে বন্ধুবান্ধব এবং পরিবারের থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।

তিনি বলেছেন, ‘নিজের সঙ্গে সময় কাটাতে চাইছিলাম। খুব কম লোকই রয়েছে যাদের সঙ্গে সময় কাটাতে ভাল লাগে। কেমন লাগছে, এই প্রশ্নের উত্তর দিতে পারতাম না কাউকে। ৬৪ কেজি থেকে ৫৭ কেজি ওজন হয়ে গিয়েছিল আমার। সাংঘাতিক না হলেও চিন্তার তো বটেই। মনঃসংযোগ করতে পারতাম না। কারও সঙ্গে দেখা করতে ইচ্ছা করত না।’

রাতে ঠিক করে ঘুম হত না বলেও জানিয়েছেন ল্যানিং। পডকাস্টে ল্যানিং বলেন, ‘রাতে বিছানায় গিয়ে জেগেই কাটাতাম। একটুও ঘুম আসত না। নিজেকে পাগলের মতো লাগত। নিজের প্রতি আরও রেগে যেতাম। ঘুম না হলে কিছুই করা যায় না।’

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়