Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ২৪ এপ্রিল ২০২৪

সূচকের পতনে লেনদেন বেড়েছে

ছবি: সংগৃহীত

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ এপ্রিল)। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে মূল্য সূচকের পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, আজ ডিএসইর প্রধান মূল্য সূচক-ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ্ সূচক-ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন মোট ৬০১ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে মোট ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছিল। এদিন মোট ৩৯৪টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৭৪টির এবং অপরিবর্তিত ছিল ৪১টি কোম্পানির।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়