Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য হলো এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী একটি অঞ্চল। সাধারণত মধ্যপ্রাচ্যে শুস্ক ও গরম জলবায়ু বিদ্যমান। মধ্যপ্রাচ্যের অনেক দেশ পারস্য উপসাগর তীরে অবস্থিত এবং প্রচুর অশোধিত পেট্রোলিয়াম জ্বালানী তেল সম্পদে ভরপুর। কুয়েত রাজ্য একটি ছোট তেল সমৃদ্ধ, দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাক বেষ্টিত রাজতান্ত্রিক রাষ্ট্র। কুয়েতের জনগণের প্রায় ৮৫% ভাব মৌখিক আদান-প্রদানের জন্য উপসাগরীয় আরবি ভাষা ব্যবহার করেন। * মধ্যপ্রাচ্যের ২০ দেশসমূহ ;- সুদান, সৌদিআরব, মিশর, তুরস্ক, তিউনিসিয়া, ইরাক, ইসরাইল, আলজেরিয়া, আরব আমিরাত, জর্ডান, ওমান, ইরান, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া, লিবিয়া, কাতার, কুয়েত ও লেবানন।

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement