Apan Desh | আপন দেশ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২১, ৯ আগস্ট ২০২৩

আপডেট: ২০:২১, ২৬ আগস্ট ২০২৩

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ: দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে মাজেদুল হাসান লাকী (৪৮) নামের এক বাংলাদেশি নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মাজেদুল হাসান লাকীর ভগ্নিপতি মফিজ হোসেন মজু।

বাংলাদেশ সময় সোমবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

মফিজ হোসেন মজু বলেন, জীবিকার তাগিদে মাজেদুল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর গ্রামের বাড়ি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরে ছড়িয়ে পড়লে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

মফিজ হোসেন মজু আরও জানান, নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়