Apan Desh | আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৪, ১৯ নভেম্বর ২০২৩

আপডেট: ১১:০৭, ১৯ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনেরিএকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের আপ-লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন <> মাস্ক-হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেয়া হয়েছে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়