Apan Desh | আপন দেশ

মেঘনায় অবমুক্ত ৭১ কেজির বিরল প্রজাতির কচ্ছপ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৮, ২৬ নভেম্বর ২০২৩

মেঘনায় অবমুক্ত ৭১ কেজির বিরল প্রজাতির কচ্ছপ

ছবি: সংগৃহীত

চাঁদপুরের সদর উপজেলায় প্রায় ৭১ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে বালিয়া ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বালিয়া গ্রামে ত্রিপুরা বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুসহীন আলম ।

আরও পড়ুন <> তিস্তার ‘ঘোলা পানি’ চরের কৃষকের আশির্বাদ

ওসি জানান, শনিবার বিকেলে ওই বাড়ির প্রাঙ্গণ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে বিষয়টি জেলা ফরেস্ট অফিসার চাঁদপুরকে অবহিত করলে উপজেলার বন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন কাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করেন। পরে তিনি কচ্ছপটিকে মেঘনা নদীতে অবমুক্ত করেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়