Apan Desh | আপন দেশ

ঈগলের মিছিলে নৌকার হামলা, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ২১ ডিসেম্বর ২০২৩

ঈগলের মিছিলে নৌকার হামলা, আহত ১০

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলের ঘটনা এটি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের ঈগল মার্কার মিছিল করে কর্মীসমর্থকরা। মিছিলের নেতৃত্বে ছিলেন তোফাজ্জেল হোসেন ওরফে গেন্দু কাজী।

এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থকরা বাঁধা দেয়। পরে মিছিলে অতর্কিত অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে। দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়। হামলায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- আওয়ামী লীগের সদস্য কাজী তোফাজ্জেল হোসেন ওরফে গেন্দু কাজী (৭০), গেন্দু কাজীর ছেলে মুরাদ কাজী (৩০), লক্ষ্মীপুরের আতিবর সরদারের স্ত্রী আখলিমা বেগম কহিনুর (৪৫), হাবিবুর রহমান সরদারের ছেলে কাঞ্চন সরদার (৫৫),মো. খোকন সরদারের ছেলে সোহলে সরদার (৪০), হাতেম সরদারের ছেলে ইয়াদুল সরদার (৪০)।

গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়