Apan Desh | আপন দেশ

প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচনের কোনো মান নেই

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩২, ২৭ ডিসেম্বর ২০২৩

প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচনের কোনো মান নেই

ছবি: আপন দেশ

নির্বাচনে বড় ভূমিকা হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে নির্বাচনের কোনো মান নেই। এর সঙ্গে আরেকটি অংশ যেটি জড়িত সেটি হলো ভোটার, ভোটার নেই মানে নির্বাচনের প্রাণ নেই। 

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

তিনি বলেন, কেন্দ্রে ভোটার আনার মূল দায়িত্ব প্রার্থীদের। নির্বাচন কমিশন ভোটারদের কেন্দ্রে এনে দেবে না। তবে এবার কমিশন ভোটাধিকার নিশ্চিত করতে মাঠে নেমেছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট স্বচ্ছ হচ্ছে কিনা তা তুলে ধরার দায়িত্ব সাংবাদিকের। অপপ্রচারে লিপ্ত না হয়ে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়