Apan Desh | আপন দেশ

বিএনপির মিছিল থেকে হামলা, দুই পুলিশ আহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ৪ জানুয়ারি ২০২৪

বিএনপির মিছিল থেকে হামলা, দুই পুলিশ আহত

ছবি : সংগৃহীত

মধ্যে আর দুদিন বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ৭ জানুয়ারি হবে অনেক আলোচনা-সমালোচনার ভোটগ্রহণ। ইতোমধ্যে ভোট বর্জন করেছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।

তারই অংশ হিসেবে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ঢাকার ধামরাইয়ে মিছিল করেছে উপজেলা বিএনপি। এ সময় বাধা দিতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে পুলিশের এএসআই আব্দুস সোবহানসহ দুই জন আহত হয়েছেন। পরে এ ঘটনায় পুলিশ বিএনপির তিন কর্মীকে আটক করেছে। 

জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা কালামপুর-সাটুরিয়া সড়কের কালামপুর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে ধামরাই থানার এএসআই আব্দুস সোহানসহ কয়েকজন কনস্টেবল পুলিশের পিকআপ ভ্যান নিয়ে কালামপুর বাজারে উপস্থিত হন।

আরও পড়ুন <> বয়লার বিস্ফোরণে মা–মেয়েসহ নিহত ৩

পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির মিছিলে বাধা দেয় এবং দুই বিএনপি কর্মীকে আটক করে। এ সময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে নেতাকর্মীরা একই স্থানে একই দাবিতে মিছিল বের করেন। একপর্যায়ে বিএনপির এই দুই মিছিল থেকে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে আটক দুই কর্মীকে ছিনিয়ে নেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনার পরই থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির তিন কর্মীকে আটক করে। পরে পুলিশের গাড়ি ভাঙচুর ও বিএনপির মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। আহত পুলিশের এএসআই আব্দুস সোবহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হামলাকারী বিএনপি নেতাকর্মীদের আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চলছে। 

অঅপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়