Apan Desh | আপন দেশ

নীলফামারীর দুই ইউনিয়নে উপ-নির্বাচন ৯ মার্চ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ২৪ জানুয়ারি ২০২৪

নীলফামারীর দুই ইউনিয়নে উপ-নির্বাচন ৯ মার্চ

ছবি: আপন দেশ

নীলফামারীর দুই ইউনিয়নে আগামী ৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিমলা ও ডোমার উপজেলার একটি করে ইউনিয়ন। বুধবার (২৪ জানুয়ারি) জেলা নির্বাচন কার্যালয় থেকে তফসিল ঘোষণা করা হয়।

জানা গেছে, ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য, ডোমারে বোড়াগাড়ি ইউনিয়নের সাধারণ সদস্যের মৃত্যুতে পদ দুটি শূন্য হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে শূন্য ওই পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতিও নেয়া হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি। এছাড়া ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর আগামী ৯ মার্চ ভোটগ্রহণ হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়