Apan Desh | আপন দেশ

কৃষকের চোখে বাম্পার ফলনের স্বপ্ন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ১ ফেব্রুয়ারি ২০২৪

কৃষকের চোখে বাম্পার ফলনের স্বপ্ন

ছবি: আপন দেশ

দিগন্ত জোড়া মাঠে সবুজের সমারোহ। বাতাসে ফসলের মাঠে ঢেউ খেলছে ভুট্টা গাছে শীষ। আর তাতেই লাভের স্বপ্ন বুনছেন প্রান্তিক কৃষক। বাজারদর বেশি, অল্প খরচে অধিক ফলনে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা। গত মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এবারও সেই আশায় বুক বাঁধছেন চাষিরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৩০০ হেক্টর। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি চাষ হয়েছে। ফলন লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুন।

মির্জাপুর ইউনিয়নের কৃষক মো. মফিজুল ইসলাম (মন্টু) জানান, প্রায় আড়াই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন তিনি। ফসল উৎপাদনও হয়েছে সন্তোষজনক। অনেকেই তার ভুট্টা ক্ষেত দেখতে আসে। দেখে তারাও চাষে আগ্রহ প্রকাশ করছেন বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য মো. জুলহাস উদ্দিন বলেন, প্রতি বছর ৩-৪ বিঘা জমিতে ভুট্টা আবাদ করি। এবারও তিন বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। গাছগুলো বেশ ভালো হয়েছে। তবে খরচের তুলনায় ভুট্টা সংগ্রহের সময় যে দাম থাকে, তাতে খরচ পুষিয়ে লাভের অংশ খুবই কম থাকে। তাই ভুট্টা সংগ্রহের সময় সঠিক দাম পেলে ভালো হত।

উপ-সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আমরা উপজেলা কৃষি অফিসার মহোদয়ের নেতৃত্বে প্রতিনিয়ত কৃষকদের মাঝে সুপরামর্শ দিয়ে থাকি। এবং নিয়মিত মাঠ পরিদর্শন করছি।

আপন দেশ/বিসি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়